top of page

আমার জন্মদিনে মায়ের সাথে সময় কাটাতে পছন্দ করি: আকিব

  • Writer: tangailnews 24.com
    tangailnews 24.com
  • Jun 27, 2019
  • 1 min read

Updated: Sep 7, 2019

মিলন রেজা মালেক, ষ্টাফ রিপোর্টার


এ সময়ের উদীয়মান তরুন তারকা শিল্পী আকিব বিন আখতার।ছোটবেলা থেকেই গানের সাথে সখ্যতা তার। তারই ধারাবাহিকতায় সংগীত জগতে ইতিমধ্যে বেশ একটা সুন্দর জায়গা ও সুপরিচিত হয়ে উঠেছেন। আজ তার জন্মদিন।


২০১৩ সালে সোনিয়া এর সাথে দ্বৈত ভাবে “ভালোবেসেছি তোমায়” শিরোনামের গানটি দিয়ে বেশ সাড়া জাগিয়েছে দর্শক শ্রোতা মহলে। সে থেকেই শুরু।আজো অব্দি চলছে সংগীত জীবন। লেখাপড়া আর গানের মাঝেই ব্যস্ত সময় পাড় করেন তিনি। জন্মদিন টি সম্পর্ক এ জানতে চাইলে বলেন-আমি আসলে আল্লাহ এর নাম নিয়ে মানে ফজর এর নামাজ পড়ে দিনটি শুরু করি এবং যতটা সবম্ভভ হয় মায়ের সাথে সময় কাটাতে পছন্দ করি। তারপর জারা কাছের বন্ধু ও আত্নীয় সজ্জন আছেন তারা বিভিন্ন ভাবে সারপ্রাইজ করে থাকেন। ব্যাপার টা খুবই উপভোগ করি এই একটা দিন আমি ছোট বেলায় ফিরে জাই কাছের মানুষ দের জন্যে।

তারপর ভক্ত শ্রোতাদের শুভেচ্ছা বিনিময় ও মুঠোফোন এ ব্যাস্ত সময় কাটাই… এবং আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই যে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুন মানব সেবায় জেন নিয়োজিত থাকতে পারি সারাটাজীবন।

দেশবাসী র কাছে দোয়া চাই জেন আল্লাহ পাক আমাকে সুস্থ ও সুন্দর ভাবে বেচে থাকার তাওফিক দান করেন আমিন।




ree
আকিব ও তার মা

Comments


bottom of page