top of page

একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে ‘ভোকাট্টা’

  • Writer: tangailnews 24.com
    tangailnews 24.com
  • Jun 27, 2019
  • 1 min read

মিলন রেজা মালেক, বিনোদন প্রতিনিধি, টাঙ্গাইল নিউজ ২৪. কম


ree
ওম সাহানি ও এলিনা



কলকাতার সিনেমা ‘ভোকাট্টা’ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে আমদানি করা হয়েছে। এসকে মুভিজ প্রযোজিত ছবিটি বাংলাদেশে আমদানি করেছে শাপলা মিডিয়া। ইতিমধ্যে ছবিটি সিনেমা হলে প্রদর্শনের জন্য সেন্সর ছাড়পত্রও পেয়েছে।


গেলো শুক্রবার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সিনেমা হল না পাওয়ায় মুক্তি পিছিয়ে যায় ছবিটির। এবার চুরান্ত ভাবে ছবির নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২৮ জুন ।

এদিকে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, চলতি সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া সম্ভব হয়নি। আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু ঈদের ছবি এখনো সিনেমা হলে চলছে, তাই সিনেমা হল পাইনি। তবে আগামী সপ্তাহে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।


পশ্চিমবঙ্গেও ছবিটি ওই একই তারিখে মুক্তি পাবে। তার মানে, একই দিনে দুই বাংলায় মুক্তি পাচ্ছে কলকাতার সিনেমা। আগে যদিও বিনিময় করা ছবিগুলো ওপার বাংলায় মুক্তির পরে এপার বাংলায় মুক্তি দেয়া হতো।


এই ছবিতে অভিনয় করেছেন ওম সাহানি ও এলিনা। এটি পরিচালনা করেছেন রমেশ রাউত। ছবির নায়িকা ও পরিচালক উড়িষ্যার। মূলত উড়িষ্যার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে এসকে মুভিজ। বছর খানেক আগে উড়িষ্যায় ছবিটি মুক্তি পায়।


এদিকে ‘ভোকাট্টা’ ছবির বিনিময়ে কলকাতায় রফতানি করা হয়েছে ‘বয়ফ্রেন্ড’ সিনেমাটি। তাসকিন রহমান ও সৌমি অভিনীত ছবিটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। তবে ছবিটি কবে নাগাদ পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

Comments


bottom of page